Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

যুব উন্নয়ন অধিদপ্তর, রাজশাহী

সেবাসমূহ


১। ভিশনঃ বাংলাদেশের উন্নয়ন ও গৌরব বৃদ্ধিতে সক্ষম , নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আধুনিক জীবনমনস্ক যুব সমাজ ।

     মিশনঃ জীবনের সর্বক্ষেত্রে যুবদের প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রতিভার বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করা ।

২। প্রতিশ্রুত সেবাসমূহঃ  

২.১।  নাগরিক সেবাঃ  

ক) তথ্য আধিকার আইন -২০০৯ অনুযায়ী তথ্য প্রদান ।

খ) ১৮-৩৫ বছর বয়সী বেকার যুবদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ঃ

  প্রাতিষ্ঠানিক অনাবাসিক প্রশিক্ষণ কোর্সসমূহ :


ক্র:নং

প্রশিক্ষণ কোর্সের নাম

কোর্সের মেয়াদ

শিক্ষাগত যোগ্যতা

ভর্তি ফি (সর্বমোট)

১)

কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন

৬ মাস

নূন্যতম এইচ এস সি

১০০০/-

২)

মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন

৬ মাস

নূন্যতম এইচ এস সি

৫০০/-

৩)

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন

৬ মাস

নূন্যতম এইচ এস সি

১০০০/-

৪)

ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং

৬ মাস

নূন্যতম ৮ম শ্রেণি পাশ

৩০০/-

৫)

রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং

৬ মাস

নূন্যতম ৮ম শ্রেণি পাশ

৩০০/-

৬)

ইলেকট্রনিক্স

৬ মাস

নূন্যতম ৮ম শ্রেণি পাশ

৩০০/-

৭)

ফ্রি ল্যান্সিং/ আউট সোর্সিং

১ মাস

নূন্যতম এইচ এস সি

৫০০/-

৮)

পোষাক তৈরী

৩ মাস

নূন্যতম ৮ম শ্রেণি পাশ

৫০/-

৯)

মৎস্য চাষ

১ মাস

নূন্যতম ৮ম শ্রেণি পাশ

৫০/-

১০)

ব্লক, বাটিক ও স্ক্রিন প্রিন্টিং

৪ মাস

নূন্যতম ৮ম শ্রেণি পাশ

৫০/-


গ) প্রাতিষ্ঠানিক আবাসিক প্রশিক্ষণ কোর্সসমূহ :


১১)

গবাদীপশু, হাঁস-মুরগী পালন,মৎস্যচাষ ও কৃষি বিষয়ক

৩ মাস

নূন্যতম ৮ম শ্রেণি পাশ

২০০/- জামানতসহ

১২)

প্রাণিসম্পদ/ মৎস্যচাষ/ কৃষি বিষয়ক সংক্ষিপ্ত কোর্স

১ মাস

নূন্যতম ৮ম শ্রেণি পাশ

২০০/- জামানতসহ


ঘ) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সসমুহ :


ক্র:নং

প্রশিক্ষণ কোর্সের নাম

কোর্সের মেয়াদ

শিক্ষাগত যোগ্যতা

সেবা/যোগাযোগের স্থান

১)

উপজেলা পর্যায়ে স্থানীয় চাহিদার ভিত্তিতে ৪২টি ট্রেডের মধ্যে নির্ধারিত কোর্সসমূহ

৭/১৪/২১

নূন্যতম ৫ম শ্রেণি পাশ

প্রশিক্ষনেচ্ছু যুবদের নিজ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে হবে ।



২.২। প্রশিক্ষিত যুবদের প্রকল্প গ্রহণের ভিত্তিতে যুবঋণ প্রদান :



ক্র:নং

যুবঋণের ধরণ

ঋণ প্রদানের পরিমাণ

সার্ভিস চার্জ

কিস্তি পরিশোধের মেয়াদ

সেবা/যোগাযোগের স্থান

ক)

আত্মকর্মসংস্থান ঋণ কর্মসূচি

(ব্যক্তি কেন্দ্রিক ঋণ)

প্রশিক্ষণের ধরণ ও দফা অনুযায়ী ৪০,০০০/- থেকে ১,০০,০০০/- টাকা প্রদান করা হয় ।

৫%

(ক্রম হ্রাসমান হারে)

২-৩ বছর

প্রকল্পধারী যুবদের নিজ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে হবে ।

খ)

যুব উদ্যোক্তা ঋণ

উদ্যোক্তা প্রতি ২,০০,০০০/- টাকা

৫%

(ক্রম হ্রাসমান হারে)

৩-৪ বছর

গ)

পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচি (গ্রুপভিত্তিক ঋণ)

সদস্য প্রতি দফা ওয়ারী ১২,০০০/- থেকে ২০,০০০/-টাকা

৫%

(ক্রম হ্রাসমান হারে)

১ বছর


২.৩। যুব সংগঠন বিন্ধন :


নিবন্ধনের আবেদন ফর্ম প্রাপ্তিস্থান

যুব সংগঠন নিবন্ধনের শর্তাবলি

নিবন্ধন ফি

যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয় অথবা যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েব সাইট(www.dyd.gov.bd) ভিজিত করুন

১) সদস্য সংখ্যা নূন্যতম ২০(বিশ) জন থাকতে হবে ।

২) সদস্যগণকে ১৮-৩৫ বছর বয়সী যুব হতে হবে ।

৩) সংগঠনকে যুব কার্যক্রমের সাথে সংশ্লিষ্টতা থাকতে  হবে ।

৪) সংগঠনের নামের সাথে ‘যুব’ শব্দ সংযুক্ত থাকতে হবে ।

৫) বিধি দ্বারা নির্ধারিত একটি গঠনতন্ত্র এবং গঠনতন্ত্র অনুযায়ী একটি নির্বাহী পরিষদ থাকতে হবে ।

নির্ধারিত কোডে ৫০০/- টাকার ট্রেজারী চালান জমা দিতে হবে ।


২.৪। প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থান :

      প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল যুব সমাজ গঠন ।

২.৫। অন্যান্য কার্যক্রম :

      ক) যুব সংগঠনকে অনুদান প্রদান :

           যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহবিল থেকে প্রতি বছর বাছাইকৃত যুব সংগঠনসমূহকে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে   অনুদান প্রদান করা হয় ।

      খ) জাতীয় যুব দিবস উদযাপন ও জাতীয় যুব পুরস্কার প্রদান :

            যুব শক্তিকে আত্মনির্ভর করা, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় যুবদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতি বছর ১লা নভেম্ভর জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী এবং সফল যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়ে থাকে ।